চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

করণ জোহরের সঙ্গে বক্স অফিস লড়াই কার্তিক আরিয়ানের?

করন জোহরের সঙ্গে যে কার্তিক আরিয়ানের সম্পর্ক ভালো নয় এখবর সবারই জানা। জানা গেছে, নতুন এক লড়াই হতে চলেছে এই দুই তারকার মাঝে। একই দিনে মুক্তি পাচ্ছে করণ ও কার্তিকের ছবি।

কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননের ছবি ‘শেহজাদা’ মুক্তির দিন পিছিয়ে গিয়েছে। ৪ নভেম্বরের পরিবর্তে ১০ ফেব্রুয়ারি আসছে এই ছবি। একই দিনে মুক্তি পাচ্ছে করন জোহর পরিচালিত রণবীর সিং আর আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানী কি প্রেম কাহানি।’ খবরটি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ।

Bkash July

বক্স অফিসে ভুলভুলাইয়া টু-এর অসামান্য সাফল্যের পর আবার বড় পর্দায় কার্তিককে দেখার অপেক্ষায় রয়েছে দর্শকরা। তাই কার্তিক আরিয়ানের ছবির সঙ্গে করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’র মধ্যে লড়াই জমে উঠবে, এমনটাই মনে করা হচ্ছে।

তবে শোনা যাচ্ছে আলিয়ার জন্য শুটিং-এর শিডিউল বদলাতে পারেন করণ। আগস্টে ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’র শুটিং শুরু হওয়ার কথা থাকলেও আলিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে শিডিউল বদলানো হতে পারে। সেক্ষেত্রে ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হতে পারে। এই বিষয়ে চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি।

Reneta June

সূত্র: নিউজ এইটিন

Labaid
BSH
Bellow Post-Green View