চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ওমিক্রন নয়, ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত সর্বাধিক: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন: এখন পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের হার সর্বাধিক। ওমিক্রন বাড়ছে তবে সেটা ডেল্টার মত নয়। 

আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি অনলাইন ভিডিও বার্তার মাধ্যমে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, করোনা সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন দেশে সংক্রমনের হার প্রায় ২০ শতাংশ থেকে ৮৮ শতাংশ। অনেকেই মনে  করেন, দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। তবে এখন ডেল্টার সংক্রমণ বাড়ছে। আবার ওমিক্রনও ছড়িয়েছে। তবে ঢাকায় ওমিক্রন বাড়ার হার এখন পর্যন্ত সর্বাধিক।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক  সাব্রিনা ফ্লোরা বলেন, ‘মানুষের জীবন জীবিকার দিকে খেয়াল রেখে আমাদের লকডাউনের সিদ্বান্ত নিতে হবে। তবে এখন পর্যন্ত লকডাউন দেয়ার ব্যাপারে কোন সিদ্বান্ত নেয়া হয়নি’।

তিনি আরও বলেন, ‘গত দুই বছর আমরা কঠিন সময় পার করছি। আমরা যাতে আবার সে পরিস্থিতির মোকাবেল করতে না হয় সেজন্য প্রতিটি জায়গায় মাস্ক পরিধান করে প্রবেশ করতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তারা, হোটেল। আমরা আমাদের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে চাই। এজন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।’

Labaid
BSH
Bellow Post-Green View