মুসা ইব্রাহীম। বাংলাদেশ থেকে প্রথম এভারেস্ট জয় করেন তিনি। আজ সেই ২৩ মে। ২০১০ সালের এই দিনে ভোর ৫টা ১৬ মিনিটে এভারেস্টের চূড়ায় প্রথম বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন—
‘২৩ মে আমার উৎসাহের কেন্দ্রবিন্দু।
আল্লাহর রহমতে আর সবার দোয়ায়, বিশেষ করে মা-বাবা, ভাইবোন, সহধর্মিণী, বন্ধু; এভারেস্টের চূড়ায় ২৩ মে ২০১০, রোববার বাংলাদেশ সময় ৫টা ১৬ মিনিটে বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে হাজির হয়েছিলাম। বাংলাদেশ ৬৭তম এভারেস্টজয়ী দেশ হিসাবে মর্যাদা লাভ করে। তখন থেকেই ধারনা মনের মধ্য পোক্ত করেছি যে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ আমরা অর্জন করেছি, লাল-সবুজের একটা পতাকা যখন আমাদের পরিচয় হিসাবে আমরা ধার্য করেছি, সেই পতাকা যখন উড়েছে এভারেস্টের চূড়ায়, আমরা তখন আর কোনো বিষয়েই পিছিয়ে থাকব না।
আমরা পিছিয়ে থাকতে চাই না। এগিয়ে যেতে চাই। সবার সদিচ্ছাগুলো পূরণ হোক। সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের এভারেস্ট জয়ের ৭ বছর পূর্তির শুভেচ্ছা।’


