নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে কিশোরগঞ্জের শোলকিয়ায় এবারের ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে। প্রস্তুতি নেয়া হচ্ছে সার্বিক জামাত আয়োজনের।
প্রতিবারের মতো এবারও ঐতিহাসিক এই জামাত কিশোরগঞ্জ থেকে সরাসরি সম্প্রচার করবে একমাত্র চ্যানেল আই।

বিশ্বের অন্যতম বড় ঈদ জামাত হিসেবে কয়েক বছর ধরেই দেশ বিদেশে আলোচনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদ জামাত। উপমহাদেশের বৃহত্তম এই ঈদ জামাতটি কিশোরগঞ্জ থেকে এবারও সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
বিজ্ঞাপন
শোলাকিয়ার ঈদগাঁও পরিচালনা কমিটির সাম্প্রতিক সভায় শুধু চ্যানেল আইকেই ১শ’ ৯২তম ঈদ জামাত সরাসরি সম্প্রচারের অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া নিরাপত্তা ইস্যুকে বিশেষ গুরুত্ব দিয়ে সার্বিক ব্যবস্থাপনা সাজানো হচ্ছে ভিন্নভাবে। উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত আয়োজন করতে পেরে গর্বিত কিশোরগঞ্জবাসী।
বৃহত্তম এই ঈদ জামাতে এবারও ইমামতি করবেন মওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন মাসউদ। বৃষ্টির সতর্কতায় মাঠের কিছু এলাকায় মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।
ঈদের জামাত শুরু হবে বেলা ১০ টায়। সাড়ে ৯টা থেকে সরাসরি সম্প্রচার করবে একমাত্র চ্যানেল আই।