চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এবছরের পাঁচ ছবি মুক্তির দিনক্ষণ জানাল যশরাজ ফিল্মস

অপেক্ষার অবসান হলো। যশরাজ ফিল্মসের পাঁচটি প্রতীক্ষিত ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। বুধবার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে ৫টি ছবির নাম, শিল্পীদের নাম ও সম্ভাব্য মুক্তির তারিখ। এক নজরে জেনে নিন ছবিগুলো সম্পর্কে।

সন্দীপ অর পিংকি ফারার: অভিনয়ে থাকছেন অর্জুন কাপুর এবং পরিনীতি চোপড়া। মুক্তি পাবে এবছরের ১৯ মার্চ।

বান্টি অর বাবলি টু: ছবিতে আছেন সাইফ আলি খান, রানী মুখার্জি, সিদ্ধান্ত চতুর্বেদী এবং সর্বরি। মুক্তি পাবে এবছরের ২৩ এপ্রিল।

সমশেরা: রণবীর কাপুর, বাণী কাপুর ও সঞ্জয় দত্তের এই ছবি মুক্তি পাবে ২৫ জুন।

জয়েশভাই জোরদার: রণবীর সিং, শালিনী পান্ডে, বোমান ইরানি ও রত্না পাঠক শাহ্‌ অভিনীত এই ছবিটি এবছরের ২৭ আগস্ট মুক্তি পাবে।

পৃথ্বীরাজ: অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, মানসী চিল্লার এবং সোনু সুদ অভিনীত ‘পৃথ্বীরাজ’ মুক্তি পাবে আগামী ৫ নভেম্বর।

Labaid
BSH
Bellow Post-Green View