এক সংগ্রামী আলোকচিত্রীর বিদায়
সাইদা খানম, বাংলাদেশের নারী আলোকচিত্রীদের অনুপ্রেরণার নাম। এক কথায় দেশের প্রথম নারী আলোকচিত্রী তিনি। আজ সেই মানুষটি না ফেরার দেশে চলে গেলেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। যে সময়ে নারীরা ঘর থেকে বের হত না, ঠিক সে সময়েই তিনি ঘুরে বেড়িয়েছেন ক্যামেরা হাতে। কালের সাক্ষি এ আলোকচিত্রী ফ্রেম বন্দি করছেন সংখ্য ঘটনা। ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর পাবনায় জন্ম নেওয়া সাইদা খানম মাত্র ১৩-১৪ বয়সেই ছবি তোলা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স করেছেন। ২০১৭ সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন বাংলাদেশর প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম। সেখানেই উঠে আসে তাঁর আলোকচিত্রী হয়ে ওঠা।
ভিডিও সাক্ষাৎকার ধারণ: ওবায়দুল হক তুহিন
