চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

একাধিক স্থানে হবে এবারের অস্কার

KSRM

প্রতিবছর লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে বসে জমকালো অস্কারের আসর। কিন্তু এবছর দেখা যাবে ভিন্নতা। করোনাভাইরাসের কারণে ২০২১ সালের অস্কার অনুষ্ঠানের আয়োজন করা হবে একাধিক স্থানে।

ভ্যারাইটিতে দেয়া বিবৃতিতে অ্যাকাডেমি জানিয়েছে, করোনাভাইরাসের কারণে অ্যাওয়ার্ড অনুষ্ঠান ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিলে হয়েছে। মানুষের স্বাস্থ্যঝুঁকি এবং নিরাপত্তা বিবেচনা করে আয়োজন করা হবে অস্কার অনুষ্ঠানে। কোভিড বিধি মেনে একাধিক স্থানে আয়োজন করা হবে এবারের অনুষ্ঠানের। জনসমাগম করা হবে না।

Bkash July

অ্যাকাডেমি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দর্শকদের জন্য ডলবি থিয়েটার সহও একাধিক স্থানে অস্কার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। শিগগির আরও তথ্য দেয়া হবে বলে জানানো হয়েছে।

২৫ এপ্রিল বসবে বছরের সবচেয়ে প্রতীক্ষিত অস্কারের আসর।

Reneta June

বিজ্ঞাপন