চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইরানের মাইন অপসারণের ভিডিও প্রকাশ করলো যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালীর কাছাকাছি ওমান উপসাগরে হামলায় ক্ষতিগ্রস্ত দু’টি তেলবাহী জাহাজ থেকে ইরানের মাইন সরিয়ে নেয়ার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

এছাড়াও জাপানের একটি জাহাজ থেকে সরিয়ে নেয়ার আগে অবিস্ফোরিত মাইনের ছবিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ।

বিবিসি জানায়, হামলায় নরওয়ের ও জাপানের দুটি তৈলাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

তবে ইরান দায় অস্বীকার করে জানিয়েছে, তেল ট্যাংকার হামলায় ইরানকে মিথ্যা দোষারোপ করা হচ্ছে।  শুক্রবার এক বিবৃতিতে ইরান জানায়, তারা এই অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

মার্কিন সামরিক কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল উরবান বলেন, কোকুয়া ক্যারেজিয়াসে ইরানের রেভ্যুলুশনারি গার্ডের টহল জাহাজ থেকে অবিস্ফোরিত মাইন অপসারণ করেছে। হামলার ৮ ঘণ্টা পর তারা অবিস্ফোরিত মাইন সরিয়ে নেয় বলে জানান এই কর্মকর্তা।

তিনি ইরানের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক নৌ চলাচল এবং মুক্ত বাণিজ্যে আঘাত বলে উল্লেখ করেন।

বিল উরবান ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা বাতিল করলেও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন।