চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইমামকে আইসল্যান্ড ক্রিকেটের ‘জ্বালাময়ী’ ট্রল!

অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে নিজের পারফরম্যান্স একদমই ভুলে যেতে চাইবেন ইমাম-উল-হক। দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ২ রান। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন কোনো রান না করেই। পাকিস্তানি ওপেনারের এমন পারফরম্যান্সে খোঁচা দিতে ছাড়েনি আইসল্যান্ড ক্রিকেটও। ইমামকে নিয়ে টুইটারে জ্বালাময়ী এক মন্তব্য করেছে ইউরোপের দেশের ক্রিকেট বোর্ডটি।

ইমামের ঠিক উল্টো অবস্থা অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের। ব্রিসবেন ও অ্যাডিলেড মিলিয়ে দুই ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছেন ওয়ার্নার। তাতে এক সেঞ্চুরি ও ট্রিপল সেঞ্চুরি মিলিয়ে করেছেন ৪৮৯ রান। যা কিনা ইমামের ১১ টেস্টে ২১ ইনিংস মিলিয়ে করা রানের চেয়েও চার রান বেশি!

Bkash July

টেস্টে যথেষ্ট সুযোগ পেয়েও একদমই কাজে লাগাতে পারেননি ইমাম। এই ১১ ম্যাচে মাত্র ৩টি ফিফটি পেয়েছেন, সর্বোচ্চ ৭৬।

টেস্টে ইমামের বাজে অবস্থা ও সিরিজে ওয়ার্নারের বিস্ফোরক ফর্মকে মিলিয়ে ট্রল করেছে ক্রিকেট আইসল্যান্ড। নিজেদের টুইটার পেজে করা পোস্টটি এরকম, ‘ইমাম-উল হক তার টেস্ট ক্যারিয়ার মিলে যা রান করেছেন, দুই ইনিংস মিলিয়ে ডেভিড ওয়ার্নারের রান তার চেয়েও বেশি!’

Labaid
BSH
Bellow Post-Green View