
টানা ৫০ সেট জয়ের রেকর্ড গড়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পরের ম্যাচে মাদ্রিদ ওপেন থেকে বিদায় নিলেন এই মুহূর্তে বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা রাফায়েল নাদাল। ডমিনিখি থেইম তাকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়েছেন।
নাদাল কোয়ার্টার ফাইনালে ওঠেন আর্জেন্টিনার ডিয়েগোকে হারিয়ে। সেদিন তিনি ৩৪ বছর আগের রেকর্ড ভাঙেন। ১৯৮৪ সালে বিভিন্ন টুর্নামেন্টে টানা ৪৯ সেট অপরাজিত থাকার রেকর্ড গড়েছিলেন জন ম্যাকইনরো।
নাদাল ৫০ সেট জেতেন বার্সেলোনা, মন্টে কার্লো, গত বছরের ফ্রেঞ্চ ওপেন এবং চলতি মাদ্রিদ ওপেন মিলিয়ে।
ইতালিয়ান ওপেনের এক বছর পর ক্লে কোর্টে এই প্রথম হারলেন নাদাল।

এই হারের কারণে রজার ফেদেরারের কাছে র্যাংঙ্কিংয়ের এক নম্বর অবস্থান হারাবেন তিনি।
ম্যাচ হারার পর নাদাল বলেন, ‘আমি হতাশ। ম্যাচে ফেরার চেষ্টা করেও পারিনি। ডমিনিখ আমার থেকে ভালো খেলেছে। সে কোথাও ভালো খেলে থামানো কঠিন হয়ে যায়।’