১৩ নভেম্বরের মতো আরেকটি রক্তাক্ত বিভীষিকা থেকে অল্পের জন্য রক্ষা পেলো ফ্রান্স। এবার হামলার লক্ষ্য ছিলো ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্ট।

ফ্রান্সে অনুষ্ঠিতব্য এই ফুটবল আসরে হামলার পরিকল্পনা করা এক ফরাসি নাগরিককে বিপুল বিস্ফোরক ও ভারী অস্ত্রসহ আটকের পর এই তথ্য উদঘাটন করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ।
গ্রেগর এম নামের ২৫ বছর বয়সী এই ফরাসি নাগরিককে এক মাস আগে ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত থেকে গ্রেফতার করা হয়।
উগ্র জাতীয়তাবাদে অনুপ্রাণিত এই ব্যক্তি ইউরো ফুটবল চলাকালে অন্তত ১৫টি হামলার প্রস্তুতি নিচ্ছিলো বলে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন এসবিইউ প্রধান ভ্যাসিল রিতসাক।
গ্রেফতারের পর গ্রেগরের কাছ থেকে ১২৫ কেজি টিএনটি বিস্ফোরক, ৫টি কালাশনিকভ রাইফেল, দু’টি ট্যাঙ্ক বিধ্বংসী গ্রেনেড লঞ্চার, ৫ হাজার রাউন্ড গুলি এবং ১০০ ডেটোনেটর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাটি।