শেষ ধাপে ১৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে
দেশে সপ্তম ও শেষ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোট হচ্ছে ২০ জেলার ১শ’ ৩৮টি ইউনিয়ন পরিষদে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেলে ৪টা পর্যন্ত। এর মধ্যে পটুয়াখালীর বাউফলের ভোট কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতিও লক্ষণীয়।