চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আশুলিয়ায় ব্যাংকের নিরাপত্তায় ব্যাংক-পুলিশ মতবিনিময়

আশুলিয়ার কাঠগড়া বাজারের ব্যাংক ডাকাতির ঘটনায় আশুলিয়া অঞ্চলের ব্যাংকগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার, প্রতিরক্ষামূলক ব্যবস্থা ও অপরাধ প্রতিরোধে কর্মরতদের সর্তকতা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা করেছে আশুলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে সাভারের আশুলিয়া থানা পুলিশের উদ্যোগে থানা কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মত বিনিময় সভায় এ সময় আশুলিয়া অঞ্চলের সকল বাণিজ্যিক ব্যাংক ম্যানেজার ছাড়াও উর্ধ্বতন কর্তৃকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার সাহা ও সেকেন্ড অফিসার এসআই সাহেদ উপস্থিত ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে তাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। অপরাধ দমন ও অপরাধ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। পাশাপাশি ব্যাংক কার্যালয়ে যেকোন ধরনের অপরাধ দ্রুত প্রতিরোধ এবং অপরাধী চক্রের হাত থেকে প্রতিষ্ঠান কে বাচাঁতে সর্তকতামূলক দিক-নিদের্শনা তুলে ধরেন।

Labaid
BSH
Bellow Post-Green View