প্রতিবেশীর গাছের আম পাড়ায় গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের চুরখালী গ্রামে আমানুল্লাহ নামে এক শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত আমানুল্লাহ ওই গ্রামের জাকির শেখের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আজ সোমবার দুপুরে আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার দেলোয়ার শেখের ছেলে বাবু শেখ আমানুল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
গুরুতর আহত আমানুল্লাহকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর সন্ধ্যা ৭টায় সে মারা যায়।
এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।