
আনুশকা যখন টিনএজার ছিলেন তখন অন্যদের মতো তিনিও পার্টি খুব পছন্দ করতেন। কিন্তু এখন আর পার্টি ভালো লাগে না তার। ঘরে থাকতেই নাকি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
তারকাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলো লেট নাইট পার্টি। কিন্তু এদিক থেকে আনুশকা একদম আলাদা। কৌশলে পার্টি এড়ানোর চেষ্টা করেন তিনি। তিনি বলেন, ‘খুব কাছের কয়েকজন বন্ধুকে বাড়িতে এনে ঘরের খাবারের সঙ্গে মজার আড্ডা দিতে ভালো লাগে। লাউড মিউজিক পার্টির চাইতে এটা অনেক ভালো। ঐসব টিনএজ-এ পছন্দ ছিল।’
তিনি আরও বলেন, ‘আগে তো পার্টিতে যাওয়া নিষেধ করে দিয়েছিলেন বাবা-মা। তাই হয়তো তখন লুকিয়ে যেতে এত ভালো লাগতো। এখন স্বাধীনতা আছে, কিন্তু ভালো লাগে না এসব।’
আনুশকা শর্মা বর্তমানে ইমতিয়াজ আলী পরিচালিত ‘যব হ্যারি মেট সেজাল’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিতে তার বিপরীতে আছেন শাহরুখ খান। ৪ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি।