বিজ্ঞাপন
সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার আগে প্রেস কনফারেন্সে ঝড় তুলেছিলেন সদ্য সাবেক টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির সে বক্তব্যকে আচরণবিধির লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাতে চেয়েছিলেন ভারতের বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী।
ভারতের গণমাধ্যম ইন্ডিয়া অ্যাহেডকে বিষয়টি জানিয়েছেন বিসিসিআই গেম ডেভলপমেন্টের এক সদস্য।
মূলত টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই বিরাটকে শোকজ নোটিশ পাঠাতে চেয়াছিল বিসিসিআই। পরবর্তীতে বিষয়টি অবশ্য এড়িয়ে গিয়েছে বোর্ডটি।
মাসখানেক আগে বিরাটকে সরিয়ে ভারতের ওয়ানডে অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। এই ঘটনার বেশ কয়েকদিন পর সাউথ আফ্রিকা সিরিজের আগে প্রেস কনফারেন্সে বোর্ডকে কড়া জবাব দেন বিরাট।
সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর এই ফরম্যাটেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট। সদ্য সাবেক এ অধিনায়ক সেসময় সংবাদমাধ্যমকে জানান, সৌরভকে এ ব্যাপারে কিছু জানানো প্রয়োজন মনে করেন না তিনি।
বিজ্ঞাপন