চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল: ইসি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। এছাড়া এপ্রিলে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটার করার পাইলট প্রকল্প শুরু করবে ইসি।

বৃহস্পতিবার দুপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়ার পর কমিশন কার্যালয়ে একথা জানান নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমদ।

সেসময় তিনি আরও জানান, সামনের সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের শিডিউল। এছাড়াও মার্চের প্রথম সপ্তাহ থেকে কয়েক ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইসি।

সিঙ্গাপুর থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার পাইলটিং পর্ব শুরু হলেও দ্বিতীয় ধাপে দুবাইতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ভোটারদের ভোটার করা হবে বলে জানিয়েছেন ইসির সচিব হেলালুদ্দিন আহমদ।