চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অস্ত্রোপচার লাগবে মুমিনুলের

আঙুলে চিড় ধরায় মুমিনুল হক ছিটকে গেছেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ থেকে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু থেকে খেলতে পারবেন কিনা টেস্ট অধিনায়ক, সেটি নিয়েও আছে শঙ্কা। চোট পাওয়া আঙুলে করাতে হবে অস্ত্রোপচার।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, ‘মুমিনুলের অপারেশন লাগবে মনে হচ্ছে। অপারেশন তাড়াতাড়ি করানোই ভালো।’

Bkash July

বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল ডান হাতের তর্জনীতে যে ধরনের চোট পেয়েছেন, এমনিতেই চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতো তাকে। অপারেশনের কারণে ফেরার অপেক্ষা আরও বাড়তে পারে।

দেবাশীষ দেশেই অস্ত্রোপচারের পক্ষে। বললেন, ‘বিদেশ পাঠালে ভিসার ব্যাপার আছে, কোয়ারেন্টাইনের ব্যাপার আছে। এটা নিয়েই কথা বলছি। এই টুর্নামেন্ট (বঙ্গবন্ধু কাপ) খেলতে পারছে না এটা নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না।’

Reneta June

শনিবার দুপুরের ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের তর্জনীতে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের মুমিনুল। খুব বেশি ব্যথা না থাকায় পরে ব্যাটিংও করেন। রোববার আঙুল ফুলে ওঠে। ধীরে ধীরে বাড়তে থাকে ব্যথাও।

এক্স-রে করে দেখা যায় আঙুলে চিড় ধরেছে। সোমবার অ্যাপোলোর বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখে জানান করাতে হবে অস্ত্রোপচার।

ISCREEN
BSH
Bellow Post-Green View