চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অসহায় ভাসমান মানুষদের খাবার দিচ্ছে খাদ্য পরিদর্শক সমিতি

চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে কর্মহীন ও অসহায় ভাসমান মানুষের পাশে দাঁড়িয়েছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

তিন দিন ধরে ‘বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি ও ফুড অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি’র পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।

বুধবার বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি মো. আব্দুর রহমান খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ জাতীয় প্রেস ক্লাব, পুরান পল্টন, জিরো পয়েন্ট, গুলিস্তান এলাকায় খাদ্য বিতরণ করা হবে। প্রতিদিন ৫০০ মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার খাবার বিতরণের সময়ে উপস্থিত ছিলেন- খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ মোল্লা, পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও রায়হানুল কবীর, অতিরিক্ত পরিচালক মো. মনিরুজ্জামান, ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার দাস, তেজগাঁও সিএসডির ব্যবস্থাপক চন্দ্র শেখর মল্লিক, খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি মো. আব্দুর রহমান খান, মহাসচিব উত্তম কুমার দাস, খাদ্য পরিদর্শক খোরশেদ আলম মাসুদসহ খাদ্য কর্মকর্তা সমিতি এবং খাদ্য পরিদর্শক সমিতির নেতারা।

এর আগে গত ৪ জুলাই খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।