চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রশংসায় চীনের চিকিৎসা বিশেষজ্ঞরা

সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল করোনাক্রান্ত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা প্রদান এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) ব্যবস্থাপনা ও চিকিৎসা প্রটোকলের ভূয়সী প্রশংসা করেছেন।

সম্প্রতি প্রতিনিধিদলের সদস্যরা সিপিএইচ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা চিকিৎসক এবং পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সিপিএইচ কর্তৃপক্ষ শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা প্রদান নয়, করোনা ভাইরাস প্রতিরোধে গ্লাভস, মাস্ক, পিপিইসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী ব্যবহারের সঠিক পদ্ধতির ওপরও বায়োসেফটি ও বায়োসিকিউরিটি বিষয়ক সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজন করছে।

ফলে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশসহ অন্যান্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত কম।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশনায় সিপিএইচ এ কোভিড আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ফলে, ইতোমধ্যে এ হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থতা লাভ করেছেন।