পিএসজিতে মেসি-এমবাপেদের কোচ হতে কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন জিনেদিন জিদান। স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভো’র দেওয়া খবরটি ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন কিংবদন্তি ফ্রেঞ্চম্যানের উপদেষ্টা মিগ্লিয়াসিও।
ফরাসি দৈনিক লেকুইপে’কে মিগ্লিয়াসিও বলেছেন, ‘পিএসজির সঙ্গে চুক্তিবিষয়ক সব গুজব ভিত্তিহীন। পিএসজি মালিক সরাসরি আমার বা জিদানের সঙ্গে যোগাযোগ করেননি।’
‘আজ থেকে একমাত্র আমিই জিদানের পক্ষে কথা বলার এবং তার প্রতিনিধিত্ব করার অনুমতি পেয়েছি।’
কাইলিয়ান এমবাপের পর জিদানকে ফরাসি চ্যাম্পিয়ন ক্লাবটিতে দেখতে চেয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার চাওয়ার কথা প্রকাশ্যে আসার পর জিদানের কাতারের উদ্দেশে রওনা হওয়ার খবর জানায় মুন্ডো দেপোর্তিভো।

স্প্যানিশ গণমাধ্যমটি খবরে জানিয়েছিল, পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোর জায়গায় কোচ হিসেবে আসছেন জিদান। ক্লাবটির মালিকদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে ফরাসি মহাতারকা কাতারের উদ্দেশে রওনা হয়েছেন এবং শনিবার ক্লাবটির নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা হতে পারে।
মুন্ডো এমন খবর প্রকাশ করার পর ফুটবল বিশ্বে সাড়া পড়ে যায়। রিয়াল মাদ্রিদের সাবেক বস জিদান প্যারিসের ক্লাবটির কোচ হওয়ার বেশ কয়েকটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। ফ্রান্স প্রেসিডেন্টের চাওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলেও ধারনা করা হচ্ছিল। যদিও পুরো বিষয়টিকে ভুয়া বলে খোলাশা করেছেন মিগ্লিয়াসিও।
ফুটবলে বর্ণাঢ্য ক্যারিয়ারের পর কোচিংয়েও দারুণ সফল জিদান। কোচ হিসেবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি লা লিগা জিতেছেন। ২০২০-২১ মৌসুমে লস ব্লাঙ্কোস ডেরা ছাড়ার পর অন্যকোনো ক্লাবের কোচ হননি ফ্রেঞ্চম্যান।