চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পিএসজির সঙ্গে চুক্তি করতে কাতারে জিদান?

কাইলিয়ান এমবাপের পিএসজিতে থেকে যাওয়ার অনুঘটক ছিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এমবাপের পর দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানকে ফরাসি চ্যাম্পিয়ন ক্লাবটিতে দেখতে চেয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তার চাওয়ার কথা প্রকাশ্যে আসার পর জিদানের কাতারের উদ্দেশে রওনা হওয়ার খবর এলো।

স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানাচ্ছে, পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোর জায়গায় বসতে চলেছেন জিদান। ক্লাবটির মালিকদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে ইতিমধ্যে কাতারে গেছেন ফরাসি মহাতারকা।

Bkash July

২০২০-২১ মৌসুমে রিয়াল মাদ্রিদ ডেরা ছাড়ার পর অন্যকোনো ক্লাবের কোচ হননি জিদান। লস ব্লাঙ্কোসদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি লা লিগা জিতেছেন। পিএসজির কোচ হওয়ার বেশ কয়েকটি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন ফ্রেঞ্চম্যান।

প্রেসিডেন্টের চাওয়ার পর এবার পিএসজি ডাগআউটে দেখা যাওয়ার সম্ভাবনা জিদানকে। শনিবার মেসি-এমবাপেদের নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা হতে পারে বলে জানাচ্ছে মুন্ডো।

Labaid
BSH
Bellow Post-Green View