চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘কোচিং চালিয়ে যেতে চাই, এটা আমার আবেগ’

রিয়াল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়ে ২০২১ সালের ৩০ জুন লস ব্লাঙ্কোস ছাড়েন জিনেদিন জিদান। এরপর থেকেই চাকরিহীন ৪৯ বর্ষী ফরাসি কিংবদন্তি। প্রস্তাব ছিল বহু। লোভনীয় সব প্রস্তাব উপেক্ষা করেছেন। ভক্ত মনে প্রশ্ন তবে কি খুব সহসায় কোচিংয়ে ফিরছেন না জিদান? উত্তরটা দিয়েছেন জিদান নিজেই, কোচিং তার ভালোলাগার কাজ, চালিয়েও যেতে চান তা।

ঘটনাবহুল ২০০৬ বিশ্বকাপের পর একরাশ হতাশা নিয়ে বুট-জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন জিদান। এরপর ২০১৩ সালে রিয়াল তারকা লস ব্লাঙ্কোসে আসেন সহকারী কোচ হিসেবে। সময়ের সাথে সাথে গুছিয়ে ওঠে ২০১৬ সালে রিয়ালের পুরোদস্তুর কোচ বনে যান জিদান। তার সময়ে দুটি উয়েফা সুপার কাপ ও দুটি লিগ শিরোপা জিতা ছাড়াও রিয়াল মাদ্রিদের ঘরে এসেছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। রিয়ালকে সাফল্য এনে দিয়ে নিজেও জিতেছেন দু’বার বিশ্বের সেরা ক্লাব কোচের কৃতিত্ব।

Bkash July

দায়িত্ব হারানোর পর এখনো বসে আছেন। পিএসজির লোভনীয় প্রস্তাব সত্ত্বেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি জিদান। ডাগআউটে কবে দেখা যাবে তাকে এমন প্রশ্নে কোচিংয়ের প্রতি তার যথেষ্ট আবেগ রয়েছে। সব কিছু মিললেই ফিরবেন বলে জানিয়েছেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফুটবলার।

‘আমি এখনও কোচ হিসাবে অবদান রাখতে পারি এবং তা চালিয়ে যেতে চাই। কারণ আমার এখনও কোচিংয়ের উপরে মায়া আছে, এটা আমার আবেগ।’

Reneta June

রিয়ালকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন। সাফল্যের চাবিকাঠিই বা কী, সেসব নিয়েও কথা বলেছেন জিদান।

‘আমরা কঠোর পরিশ্রম করেছি, আমাদের অবিশ্বাস্য সব খেলোয়াড় ছিল এবং পুরো দল আমাকে অনুসরণ করেছিল। আমি অনেক কিছুর জন্য দায়ী ছিলাম, কিন্তু আমার পিছনে একটি দুর্দান্ত দল ছিল। একা এটা সম্ভব হতো না। আমাকে এমন লোকেদের সাথে রাখতে হবে যাদের সাথে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। যদি তা না হয়, তাহলে সাফল্য ধরা দেবে না।’

Labaid
BSH
Bellow Post-Green View