চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ব্রাজিলের কোচ হচ্ছেন জিদান!

সেলেসাওদের বিশ্বকাপ খরার দৈর্ঘ্য বাড়ছে ! আসছে বিশ্বকাপে ২০ পেরিয়ে দুই যুগ অর্থাৎ ২৪ বছরে পড়বে ব্রাজিলের বিশ্বকাপ না জেতার ব্যবধান। এরআগে সবকিছু ঠিকঠাক চাই দলের। হেক্সা মিশনে এখন থেকেই প্রস্তুত হচ্ছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। পুরনো প্রথা ভেঙে নন ব্রাজিলিয়ান কোচের দিকে ঝুঁকছে তারা। শোনা যাচ্ছে, হোসে মরিনহো ও জিনেদিন জিদানের নাম।

দুইদিন আগে ইতালির পত্রিকা লা রিপাবলিকা বলেছে, মরিনহোকে কোচ করা নিয়ে পর্তুগাল ও ব্রাজিল ফুটবল ফেডারেশনের মধ্যে লড়াই শুরু হয়েছে। ব্রাজিলের ফুটবল সংস্থার প্রধান এনাল্ডো রদ্রিগেজ নিজেই রোমার বসকে রাজি করানোর দায়িত্ব নিয়েছেন। সংবাদ মাধ্যমটির মতে, অনেকখানি এগিয়েও গেছেন তিনি। এবার শোনা যাচ্ছে ফরাসি কিংবদন্তি ও সাবেক রিয়াল মাদ্রিদের কোচ জিদানের নাম।

Bkash July

বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিল জাতীয় দলের কোচিং ছাড়েন টিটে। তখন থেকেই আলোচনা, কে হচ্ছেন সেলেসাওদের পরবর্তী বস। নেইমার-রাফিনহাদের ডাগআউটের গুরু হিসেবে শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তির মত বড় নাম। এবার আরও বড় নাম জিদান। তাকে টানতে সম্ভাব্য সব কাজ শুরুও করে দিয়েছে ব্রাজিল।

ফরাসি সংবাদপত্র লেকিপে জানাচ্ছে, ব্রাজিল যেমন চাইছে, জিদান ঠিক তেমনই এক কোচ। তাই পেলের দেশে টিটের পর বিদেশি জিদানের ভরসা রাখছে তারা। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে নতুন কোনো কাজে জড়াননি। অভিজ্ঞতায়ও টইটম্বুর জিদান। কোচ হিসেবে জিতেছেন টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ, তার অভিজ্ঞতা নিয়ে ব্রাজিলের এবার কাটাতে চায় শিরোপা খরা।

Reneta June

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হিসেবে বিদেশিদের খুব একটা দেখা যায়নি। অন্তত শেষ ৫০ বছরে তো নয়ই! ব্রাজিল জাতীয় ফুটবল দলের ইতিহাসে বিদেশি কোচের অধীনে খেলেছে তিনবার। এবার হয় জিদান নয় মরিনহোকে চায় ব্রাজিল। তাদের পাশাপাশি ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে ফেডারেশন সিবিএফের বিবেচনায় আছেন দুই আর্জেন্টাইনও।

Labaid
BSH
Bellow Post-Green View