দুই বছরের বেশি সময় ধরে প্রেম করছেন ‘স্পাইডারম্যান’ জুটি জেনডায়া ও টম হল্যান্ড। এবার শোনা যাচ্ছে তাদের বাগদানের গুঞ্জন।
মূলত গুঞ্জনের শুরু একটি ছবি থেকে। সামাজিক মাধ্যমে জেনডায়া একটি ছবি শেয়ার করেছেন যেখানে তার হাতে আংটি দেখা গেছে। পরে ছবিটি মুছে ফেলা হয়। এরপর থেকেই ভক্তরা ধারণা করা শুরু করেছেন যে জনপ্রিয় এই জুটির বাগদান হয়ে গেছে।
তবে বিষয়টিকে গুজব বললেন জেনডায়া। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘আমি কিছু আর পোস্ট করতে পারবো না। আপনারা কী মনে করছেন যে এরকম একটি খবর আমি এভাবে দিব?’

জেনডায়া আরও বলেন, ‘আমি আমার হ্যাটের ছবি দিতে চেয়েছি, আংটির ছবি নয় যা কিনা আমার ডান হাতে পরা।’
২০১৬ সালে ‘স্পাইডারম্যান: হোমকামিং’ সিনেমার শুটিং সেটে টম-জেনডায়ার প্রথম দেখা। যেখানে ‘স্পাইডারম্যান’ চরিত্রে অভিনয় করা টম হল্যান্ডের প্রেমিকার চরিত্র করেছিলেন জেনডায়া। পরে পর্দার স্পাইডারম্যান হয়ে দুনিয়াজুড়ে খ্যাতি পান টম। এই সিনেমা ও ইউফোরিয়া সিরিজ দিয়ে এ সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী হয়ে ওঠেন জেনডায়া।
সূত্র: পিঙ্কভিলা








