
জি-৭ সামিটে যোগ দিতে জাপানে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। জাপানের হিরোশিমায় আজ শুক্রবার ১৯ মে থেকে এই সম্মেলন শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন জানায়, এবারের সম্মেলনের আলোচনার বিষয়বস্তুর মধ্যে অন্যতম হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
এই সম্মেলন থেকে জোটভুক্ত দেশগুলো একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার বিষয়টিও থাকবে এখানে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন বলে আসছে, দখলকৃত অঞ্চলগুলো থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে তারা খুব শিগগিরই পাল্টা আক্রমণ শুরু করবে। এর অংশ হিসেবে পশ্চিমা দেশগুলোর সমর্থন জোরালো করার চেষ্টা করছেন জেলেনস্কি। যেন পাল্টা আক্রমণের জন্য মিত্রদেশগুলো পর্যাপ্ত অস্ত্র দিয়ে সহায়তা করে ।

বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত জি-৭ জোট। জোটভুক্ত দেশগুলো যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে প্রায় সব ধরণের সহায়তা করে আসছে।
ইউরোপের চার দেশ জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালি ভ্রমণ শেষে জেলেনস্কি এশিয়া সফরে আসছেন। ওই দেশগুলোর নেতারা ইউক্রেনীয় প্রেসিডেন্টকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিশ্রতি দিয়েছেন।