চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ন্যাটো সম্মেলনে যোগ দিচ্ছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মাদ্রিদে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) জোটের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির ডেপুটি সেক্রেটারি জেনারেল মিরসিয়া জোয়ান।

জোয়ান জানান, আমাদের অবশ্যই ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দ্য কিভ ইন্ডিপেনডেন্টের বরাতে দ্য এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, শীর্ষ সম্মেলনটি যথাক্রমে ২৮ জুন এবং ২৯ জুন স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হবে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ন্যাটো অংশীদার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান এবং সাউথ কোরিয়া এই শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো অংশগ্রহণ করবে, এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে।

জোয়ান বলেন, অবশ্যই ন্যাটোর পরিবর্ধন, এবং খোলা দরজা নীতি আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। আমরা আশা করি ফিনল্যান্ড এবং সুইডেন আমাদের পদে যোগ দেবে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেনে একটি সামরিক অভিযান শুরু করে।

প্রায় ১৪ মিলিয়ন ইউক্রেনীয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে, বাস্তুচ্যুতদের বেশিরভাগই নারী ও শিশু।