প্রাচীন রূপকথায় ‘সোনার চর’-এর গল্প পড়েছেন অনেকেই। এবার সত্যিকারের ‘সোনার চর’ উঠে আসছে জায়েদ খান অভিনীত সিনেমায়। ইতোমধ্যে পুরো সিনেমার শুটিং শেষ করেছেন এই নায়ক।
জানালেন, বর্তমানে ডাবিং ও সম্পাদনার কাজ চলছে। কবে মুক্তি পাবে এটি প্রযোজক পরিচালক জানেন।
জায়েদ খান বললেন, যেহেতু শুটিং শেষ, হয়তো শিগগিরই ‘সোনার চর’ মুক্তি পাবে। পোস্ট প্রডাকশনের কাজ চলছে। আসলেই ভালো হয়েছে কাজটি।
গেল মাসে নিজ জেলা পিরোজপুরে ‘সোনার চর’ ছবির শেষ লটের শুটিং করেন জায়েদ খান। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেয়া ছবি হচ্ছে ‘সোনার চর’। এই ছবির জন্য প্রায় দুই বছর চুল কাটেননি। চরিত্রে মিশে যেতে লম্বা সময় ধরে চুল বড় করেছেন।

জায়েদ বলেন, আগেই শুটিং শেষ হতো। কিন্তু শিল্পী সমিতির নির্বাচন ঘিরে যে ব্যস্ততা ছিল, এই কারণে শুটিংয়ে সময় বের করতে পারেননি। যেহেতু এখন সময় বের করেছি, এইজন্য শুটিং শেষ করলাম। এ ছবির জন্য দীর্ঘদিনের শ্রম মিশে আছে। আমার বিশ্বাস ‘অন্তর জ্বালা’র পর নতুন জায়েদকে দর্শক দেখতে পাবেন। আমিও মন থেকে চেয়েছি, একঘেয়েমি কাজের বাইরে দর্শক নতুনত্ব কিছু পাক। সেজন্য যথেষ্ট শ্রম দিয়েছি।
সোনার চর-এর শেষ লটের শুটিংয়ে জায়েদ খানের ভেরিফায়েড ফেসবুকে প্রকাশিত প্রতিটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ছবিগুলোতে দেখা যায়, কোনটিতে শীতের দিনে জায়েদ খান নদীতে সাঁতরে পার হচ্ছেন, কুয়াশায় মোড়ানো শীত সকালে কাঁধে খেজুরের রসের হাড়ি বয়ে বেড়াচ্ছেন, আবার কাদায় লেপ্টে আছেন, কখনও বা বাঁশ খড়কুটো দিয়ে ঘর বানাচ্ছেন। সর্বশেষ তাকে দেখা গেল বাঁশিওয়লার সাজে! পিছনে দাঁড়িয়ে আছেন ছবির নায়িকা।
বুধবার বিকেলে যখন জায়েদের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন, আমিও দেখলাম ফেসবুকে প্রতিটি ছবি ভাইরাল হয়েছে।
তিনি বলেন, আসলে দর্শক আগে আমাকে এভাবে দেখেনি। এজন্য ছবিগুলো ফেসবুকে ছাড়ার পর ভাইরাল হয়েছে। তাদের যে আগ্রহ জন্ম দিয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই সিনেমাটি আমি মন দিয়ে করেছি। আমার অনুভব হচ্ছে, এত কষ্ট ও শ্রম দিয়ে এর আগে কখনও শুটিং করিনি।
জাহিদ হাসানের পরিচালনায় ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’। এতে আরও অভিনয় করছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।
জায়েদ খান জানান, এতে তিনি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও মুক্তিযোদ্ধা চরিত্রে এই প্রথম অভিনয় করছেন। যোগ করে বলেন, সোনার চর-এ আমি নিখুঁতভাবে অভিনয় করার চেষ্টা করছি। অনেকবার ঝুঁকি নিয়েছি। এই অভিজ্ঞতা আমার আজীবন মনে থাকবে। অধিক আগ্রহে অপেক্ষা করছি দর্শকের কাছে সোনার চর পৌঁছে দেয়ার জন্য। আমার বিশ্বাস তারা পছন্দ করবেন।