নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা সংবাদপত্রের ডিজিটাল প্লাটফর্ম ঠিকানা। খালেদ মুহিউদ্দিনের জন্য ইতিমধ্যে বাঙালি দর্শকের কাছে ঠিকানা এখন বেশ পরিচিত একটি প্লাটফর্ম! যে প্লাটফর্মে এবার যোগ দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান!
ঠিকানায় জায়েদ খানের যোগ দেয়ার খবরটি দুদিন ধরে আলোচনায়! যে প্লাটফর্মের মাধ্যমে প্রথমবার তাকে দেখা যাবে শো উপস্থাপনায়। নিউ ইয়র্ক থেকে জায়েদ খান জানালেন, ঠিকানায় নিজের নতুন যাত্রা নিয়ে তিনি একই সঙ্গে এক্সাইটেড এবং নার্ভাস!
ঠিকানায় কেমন অনুষ্ঠান হবে, জানিয়ে চ্যানেল আই অনলাইনকে জায়েদ বলেন,“পুরোপুরি বিনোদনের অনুষ্ঠান হবে। টকশোধর্মী, আমি কখনোই উপস্থাপক হিসেবে কাজ করিনি। এই প্রথম এমন কাজ করছি, তাও নিউ ইয়র্কে বড় পরিসরে। আমি সত্যিই ভীষণ উত্তেজিত।”
জায়েদ বলেন, অনুষ্ঠানে সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমার পাশাপাশি বিশেষ করে বাংলার কৃষ্টি, কালচার নিয়েই কথা বেশী থাকবে। প্রথমবার প্রেজেন্টার হিসেবে কাজ করবো, এটা ভেবে কিছুটা নার্ভাসও আমি।
কতো দিন চলবে এই অনুষ্ঠান? জায়েদ বলেন, অনুষ্ঠানটির ব্যাপ্তী নির্ভর করবে দর্শকদের গ্রহণ করা, না করার উপর। কয়েকটা পর্ব করে দেখি দর্শক কী ফিডব্যাক দেন। তাদের ফিডব্যাকের উপর নির্ভর করছে সামনে আগাবো, নাকি থেমে যাবো!
“নিউ ইয়র্ক ভিত্তিক ডিজিটাল প্লাটফর্ম ঠিকানা। বাঙালি দর্শকদের টার্গেট করেই নির্মিত অনুষ্ঠানটি ঠিকানাতেই দর্শক দেখতে পারবেন। আশা করছি বাঙালি, বাংলা ভাষাভাষি সব মানুষ যদি দেখে অনুষ্ঠানটি তাহলে আরো উৎসাহ পাবো।” বলছিলেন জায়েদ।








