বিশ্বকাপ ক্রিকেটে একটানা চার ম্যাচ হেরে নাজেহাল বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সাথে হেরে দেশের ক্রিকেট প্রেমীদের কাছে রীতিমত তোপের মুখে পড়েছেন সাকিব-লিটন দাসরা।
একের পর এক হারে চলতি বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে পড়েছে টিম বাংলাদেশ। সাধারণ মানুষের পাশাপাশি ক্রিকেটারদের বাজে পারফর্মেন্সে মুখ খুলেছেন নায়ক জায়েদ খানও।
বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেকটা খোঁচা মেরেই জায়েদ খান স্ট্যাটাস দিয়েছেন। সেইসাথে দেশের জার্সি পরে একাধিক ছবি দিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা ৪টা ছবি দিয়ে জায়েদ লিখেছেন, ‘মাঠে আমারই যেতে হবে’। এরমাধ্যমে তিনি, ক্রিকেটারদের চেয়ে নিজেকেই খেলায় বেশি পারদর্শী বলে বোঝাতে চেয়েছেন!
জায়েদ খানের এই পোস্টে নানা শ্রেণির মানুষ এসে আলোচনা-সমালোচনা করে কমেন্ট করছেন। অনেকে বিষয়টি নিয়ে মজা করছেন।
জায়েদ খান আগেই জানিয়েছেন, সিনেমায় না এলে তিনি ক্রিকেটার হতেন। তিনি তার নিজ জেলা পিরোজপুর টিমের ফার্স্ট বোলার ছিলেন। সিনেমায় আসার আগে তার দিনরাত কাটতো বল ব্যাট হাতে।







