ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার দিনে ম্যাচজয়ী ইনিংস খেলেছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। সিরিজজুড়েই দারুণ খেলেছেন ডানহাতি ব্যাটার। ম্যাচ শেষে বলেছেন, বিশ্বকাপে ভালো খেলতে না পেরে এই সিরিজের জন্য আলাদা প্রস্তুতি নিয়েছিলেন।
পুরস্কার বিতরণী মঞ্চে জাকের আলী অনিক জানালেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি- পুরো সিরিজ ভালো গেছে। গত দুই ম্যাচের চেয়ে আজকের উইকেট ভালো মনে হয়েছিল। ক্রিজে এসে সময় নেয়ার চেষ্টা করছিলাম। নিজেকে জানি, যদি ম্যাচের আরও ভেতরে যেতে পারি তাহলে রান করতে পারব মনে হয়েছিল।’
রান আউট হয়ে ফিরে গিয়েছিলেন। টিভি আম্পায়ার রিপ্লে দেখে তাকে ড্রেসিংরুম থেকে ফের মাঠে ফেরান। সেই ঘটনা নিয়ে বললেন, ‘ওটা ভয়ঙ্কর ঘটনা ছিল। ড্রেসিংরুমে আমার ব্যাট এবং চারপাশের সবকিছুতে লাথি মারছিলাম। হঠাৎ তৃতীয় আম্পায়ার (চতুর্থ আম্পায়ার) আমাকে ডাকলেন। আর আমার কারণে আরেকটি রানআউট হয়েছে। শুধু নিজের উপর বিরক্ত হচ্ছিলাম এবং সেই মুহুর্তে ভেঙে পড়েছিলাম।’
‘কিন্তু সবকিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ, আমার দলের জন্য খেলতে পেরেছি। আসলে এটা মানসিকতার জন্য হয়েছে। ক্যারিবিয়ান সবাই যেকোনো সংস্করণে আপনার সাথে কঠোর প্রতিদ্বন্দ্বিতা করবে, বিশেষ করে উইন্ডিজের মাটিতে। এখানে বিশ্বকাপ খেলেছি। ভালো খেলতে পারিনি। দেশে ফিরে এই সফরের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়েছিলাম। এবং হ্যাঁ, বিষয়গুলো এখন আমার জন্য ভালো যাচ্ছে।’
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হওয়ার পর টাইগাররা দাপুটে জয় তুলেছে তৃতীয় ম্যাচেও। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ সেরেছে বাংলাদেশ। জাকের আলী ক্যারিয়ারসেরা ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন, বল খেলেন ৪১টি, চার মেরেছেন ৩টি, ছক্কা হাঁকিয়েছেন দ্বিগুণ ৬টি।







