এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পৃথিবীর ১৪টি সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় উঠে সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে বিশ্ব রেকর্ড করেছেন নেপালের এক কিশোর। তিনি যে ১৪ টি শৃঙ্গ জয় করেছেন তার সবগুলোর উচ্চতাই ৮০০০ মিটারের বেশি এবং বিশ্বের সবচেয়ে উঁচু এই ১৪টি পর্বতশৃঙ্গ হিমালয় ও কারাকোরাম পর্বতমালায় অবস্থিত।
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) জানিয়েছে, ১৮ বছর বয়সী নিমা রিনজি শেরপা বুধবার (৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৬ টা ৫ মিনিটে তিব্বতের শিশাপাংমা পর্বতের চূড়ায় পৌঁছান। বিশ্বের খুব কম সংখ্যক মানুষই এমন কৃতিত্ব দেখাতে পেরেছেন।
নিমা রিনজি মাত্র ১৬ বছর বয়সে পর্বত আরোহণ শুরু করেন এবং ৭৪০ দিনে এই কৃতিত্ব দেখান। তিনি ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর দশম শ্রেণিতে পরীক্ষা শেষ হবার পরপরই বিশ্বের অষ্টম উচ্চ পর্বতশৃঙ্গ নেপালের মানাস্লুর চূড়ায় পৌঁছেছিলেন। তিনি মাত্র ১০ ঘণ্টায় মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেন।

চলতি বছর নিমা রিনজি শেরপার পর্বতারোহণ শুরু হয় অন্নপূর্ণা অভিযান দিয়ে। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই গত ১২ এপ্রিল তিনি অন্নপূর্ণা শৃঙ্গে পৌঁছান। এরপর ৪ মে জয় করেন মাকালু, ৮ জুন পা রাখেন কাঞ্চনজঙ্ঘার শীর্ষে। এরপর কয়েক মাসের অপেক্ষা। গত মাসে চীনের পক্ষ থেকে তিব্বত অংশে অবস্থিত শিশাপাংমা শৃঙ্গে আরোহণের অনুমতি পান নিমা। এরপরই শুরু হয় চূড়ান্ত অভিযান। আজ সেই অভিযানের সফল সমাপ্তি হলো।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এত দিন সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই কৃতিত্ব ছিল নেপালের মিংমা ডেভিড শেরপার দখলে। ২০১৯ সালের ২৯ অক্টোবর মিংমা যখন এই রেকর্ড গড়েন, তখন তার বয়স ছিল ৩০ বছর ১৬৬ দিন। আর অভিযান সম্পন্ন করতে তার সময় লেগেছিল ৯ বছর ১৫৯ দিন। সময়ের হিসেবেও এগিয়ে নিমা রিনজি। তার অভিযান শেষ করতে সময় লাগল ২ বছর ১০ দিন।
নেপালের পর্যটন বিভাগের অধীনস্থ অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যান্ড মাউন্টেনিয়ারিং শাখার পরিচালক রাকেশ গুরুং নিশ্চিত করেছেন যে নিমা রিনজি এই রেকর্ড গড়েছেন। তিনি আরও জানান, নিমা যে রেকর্ড করেছেন তা ভাঙ্গা কঠিন।








