২০২৫ সাল বলিউডের জন্য একটি সফল বছর। ‘ওয়ার ২’, ‘রেইড ২’, ‘ছাবা’-র মতো অ্যাকশন থ্রিলার থেকে শুরু করে ‘সিতারে জমিন পার’ এবং ‘হাউসফুল ৫’-এর মতো কমেডি ড্রামা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। শক্তিশালী চিত্রনাট্য এবং তারকাদের অভিনয় দর্শকদের মন জয় করেছে।
ওয়ার ২
যশরাজ ফিল্ম প্রযোজিত ‘ওয়ার ২’ মুক্তি পায় চলতি বছর। বিশ্বব্যাপী ছবির আয় ছিল ৩০৩.২২ থেকে ৩৫১ কোটি টাকা। অয়ন মুখার্জি পরিচালিত ছবিতে অভিনয় করেন হৃতিক রোশন, দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি সহ আরো অনেকে। অ্যাকশন থ্রিলার ছবিটি সে সময় বেশ সফল হয়েছিল।
সাইয়ারা
জুলাই মাসে মুক্তি পায় সাইয়ারা। ছবি দিয়ে ডেবিউ করেন আয়ান পাণ্ডে। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল অনীত পাড্ডা। রোম্যান্টিক ড্রামা এই ছবি ব্যাপক হিট করেছিল। ছবির গল্প থেকে গান সঙ্গে তারকাদের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তেমনই ব্যাপক হিট করেছে ছবির গান। এই ছবিটি নজর কেড়েছে ২০২৫ সালে।
রেইড ২
২০২৫ সালে নজর কেড়েছে রেইড ২। অজয় দেবগণ অভিনীত এই ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল। ক্রাইম থ্রিলার ছবিটি রাজ কুমার গুপ্ত পরিচালিত। ছবিটি রেইড ছবির সিক্যুয়েল। রিতেশ দেশমুখ, অজয় দেবগণ ছাড়াও ছবিতে আছেন বাণী কাপুর। ১২০ কোটি বাজেটের ছবিটি আয় করেছিল ২৪৩.০৬ কোটি।
সিতারে জমিন পার
‘সিতারে জমিন পার’ ছবিটি মুক্তি পায় এই বছরই। স্পোর্টস-কমেডি ড্রামা ছবটি ব্যাপক সফল হয়েছিল। আমির খানকে দেখা গিয়েছে এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে। ২০০৭ সালের তারে জমিন পর ছবির সিক্যুয়েল এই ছবি। এই ছবিটি প্রযোজনা করেন আমির খান ও অপর্ণা পুরোহিত।
ছাবা
ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল বক্স অফিসে। ২০২৫-এ সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির তালিকায় ছিল ছবিটি। শক্তিশালী চিত্রনাট্য, অসাধারণ অভিনয়-সব মিলিয়ে দর্শকদের মন কেড়েছিল এই ছবি।
হাউসফুল ৫
হিন্দি কমেডি থ্রিলার ছবি ‘হাউসফুল ৫’ মুক্তি পায় চলতি বছর জুন মাসে। হাউসফুল সিরিজের নবতম সংযোজন এটি। ছবিতে একাধিক হেভি ওয়েট তারকাকে দেখা গেছে। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকুলিন, দিনো মরিয়া, সঞ্জয় দত্ত, নার্গিস ফাকরি, জ্যাকি শ্রফ থেকে জনি লিবার ও চাঙ্কি পাণ্ডের মতো তারকা ছিলেন।
জলি এল এল বি ৩
‘জলি এল এল বি’ ঘরানারা নতুন সংযোজন ‘জলি এল এল বি ৩’। এই ছবিতে দেখা দিয়েছেন অক্ষয় কুমার, আরশদ ওয়ার্শি, হুমা কুরেশি, অমৃতা রাও-র মতো তারকারা। কমেডি ঘরানার এই ছবিও ব্যাপক সফল হয়েছিল।
কেশরী চ্যাপ্টার ২
চলতি বছরে মুক্তি পায় কেশরী চ্যাপ্টার ২। করণ সিং তিওয়াগি পরিচালিত ছবিটি ১৮ এপ্রিল মুক্তি পেয়েছিল। ধর্মা প্রোডাকশনের এই ছবিতে ছিলেন অক্ষয় কুমার, অন্যন্যা পাণ্ডে, আর মাধবনের মতো তারকারা। হিস্টোরিকাল কোর্টরুম ড্রামা ধরানার এই ছবি। ছবিতে এক ভিন্ন গল্প উঠে এসেছে।
থাম্মা
২১ অক্টোবর মুক্তি পায় ‘থাম্মা’। ছবিতে জুটি বাঁধেন আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা। তবে চিরাচরিত কোন প্রেমের কাহিনি নয়। ছবিতে আছে ভিন্ন গল্প। রোম্যান্টিক কমেডি হরর ঘরানার এই ছবি। ছবিটি যেমন দর্শকদের হাসিয়েছে তেমনই ছবিটিতে রয়েছে এক ভিন্ন প্রেমের কাহিনি। প্রায় ১৪৫ কোটি টাকা আয় করেছিল ছবিটি।
ধুরন্ধর
মুক্তির মাত্র ৪ দিনেই বক্স অফিসে সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমার তালিকায় ঠাঁই করে নিয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে চমকে দেয়! ট্রেড অ্যানালিস্ট থেকে শুরু করে সিনেসমালোচক- এই সিনেমার আয় নিয়ে তাদের আগাম ভবিষ্যদ্বাণী ব্যর্থ হয়। আগামিতে এই সিনেমা বক্স অফিসে কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়!








