এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গ্লোব সকার অ্যাওয়ার্ডস ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ অ্যাওয়ার্ডসে সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন বার্সেলোনার উইঙ্গার ফরোয়ার্ড ১৮ বর্ষী লামিন ইয়ামাল। এরপর ম্যারাডোনা অ্যাওয়ার্ডও উঠে তার হাতে। ব্যালন ডি’অরে দ্বিতীয় সর্বোচ্চ ভোটও পেয়েছিলেন ইয়ামাল।
দুবাইতে হওয়া পুরস্কার বিতরণীতে হাজির হয়েছিলেন ইয়ামাল। সেখান তার হাতে পুরস্কার তুলে দেন বার্সেলোনা ও স্পেনের বিশ্বজয়ী কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। সেখানে নিজের প্রতিক্রিয়ায় ইয়ামাল বলেন, ‘একজন কিংবদন্তির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করা গর্বের মুহূর্ত।’
অনুষ্ঠানে আরও একটি পুরস্কার ‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ জেতেন ইয়ামাল। এ পুরস্কার জিতে ইয়ামাল বলেন, ‘এখন আমার ক্লাবের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ার চাপ অনুভব করছি। তবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমি এই পথেই চলতে চাই এবং কোনো তুলনা চাই না।’
১৮ বর্ষী ইয়ামাল গত মৌসুমে ৯ গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট করেছিলেন। এই মৌসুমেও দারুণ আলো ছড়িয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ১৮ গোল ও ২১ অ্যাসিস্ট করেছেন এ তারকা যা তাকে পুরস্কার জিততে সাহায্য করেছে।








