এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের দীর্ঘস্থায়ী পিউবিক পেইন ধরা পড়েছে। এটি সাধারণত কাঠামোগত সমস্যার কারণে সৃষ্ট একটি রোগ। পিউবিক এলাকায় দীর্ঘস্থায়ী ব্যথা অনুভব করছিলেন ইয়ামাল। এ সমস্যা থেকে কখনো শতভাগ সেরে উঠবেন না স্পেন উইঙ্গার। ফিজিওথেরাপিস্ট লুইস পুইগ এই তথ্য জানিয়েছেন বলেছেন, বর্তমানে চিকিৎসা প্রযুক্তি বেশ উন্নত হলেও এই সমস্যার কোনও স্থায়ী প্রতিকার নেই।
স্প্যানিশ সংবাদমাধ্যমে লুইস পুইগ বলেছেন, ‘ইয়ামালের ব্যথা কোনও সাধারণ পেশীর আঘাত থেকে আসেনি বরং পেলভিক এরিয়ার কাঠামোগত সমস্যা থেকে এসেছে, যেখানে একাধিক পেশী এবং লিগামেন্ট মিলিত হয়। এ আঘাতে পুনর্বাসনের প্রয়োজন হয় এবং পুনরাবৃত্তির উচ্চ ঝুঁকি রয়েছে। স্বল্পমেয়াদী পুনর্বাসনের মাধ্যমে এই সিন্ড্রোম থেকে সেরে ওঠা কঠিন। গুরুতর ক্ষেত্রে, খেলোয়াড়দের খেলা চালিয়ে যাওয়ার সময় দীর্ঘমেয়াদী ব্যথা হতে পারে। ব্যথা কমে গেলেও, দিক পরিবর্তন বা লাথি মারার সময় ব্যাথা বাড়ার সম্ভাবনা থাকে।’
বার্সেলোনা আপাতত ইয়ামালকে কম খেলানোর পরিকল্পনা করছে। এছাড়া মেডিকেল পরীক্ষার ভিত্তিতে তার পুনর্বাসনের কথা ভাবছে। কাতালান ক্লাবটির কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘সে ঠিক আছে। তার সাথে কথা বলেছি, কিছুদিন ধরে সে কিছুটা অস্বস্তি এবং ব্যথা অনুভব করছে। সে কঠোর চেষ্টা করছে এবং উন্নতি করেছে। আমরা তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলি। আমরা সবাই খুব আন্তরিক, নিজেদের মধ্যে এবং এভাবেই এটি সবচেয়ে ভালো কাজ করে। আমি সবসময় তাকে রক্ষা করব এবং সাহায্য করব। সে একজন তরুণ, দুর্দান্ত এবং আমরা একই পথে এগিয়ে যাব।’








