চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শি জিনপিং ও পুতিনের দীর্ঘ চার ঘণ্টা বৈঠক

তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় অবস্থান করছেন শি জিনপিং। সফরের প্রথম দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট। আজ আবার বৈঠকে বসবেন দু’নেতা।

রাশিয়ার স্টেট মিডিয়া জানায়, সোমবার মস্কোতে চীনা প্রেসিডেন্টের সাথে পুতিন দীর্ঘ সাড়ে চার ঘণ্টা আলোচনা করেন। বৈঠকের আগে ইউক্রেনে যুদ্ধ বন্ধে চীনা প্রেসিডেন্টের ১২ দফা শান্তি প্রস্তাব পর্যালোচনার কথা জানান পুতিন। সেসময় চীনা প্রেসিডেন্টকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন তিনি।

ওই সময় পুতিনের শক্তিশালী নেতৃত্বের প্রশংসা করেন শি জিনপিং। তিনি আশা প্রকাশ করেন, ২০২৪ এর নির্বাচনেও রাশিয়ার মানুষ পুতিনকেই পুননির্বাচিত করবে।

চীনের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আগে ইউক্রেন থেকে রুশ সৈন্যদের অপসারণ করতে হবে বলে টুইট বার্তায় মন্তব্য করেন ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি ও ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি ওলেকসি ডানিলোভ।

অন্য এক টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøনকেন বলেন, যুক্তরাষ্ট্র ন্যায্য ও স্থায়ী শান্তি উদ্যোগকে স্বাগত জানায়।

Labaid
BSH
Bellow Post-Green View