গত জানুয়ারিতে জাভি হার্নান্দেজ ঘোষণা দিয়েছিলেন মৌসুম শেষে বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দেবেন। স্প্যানিশদের সাবেক মিডফিল্ডার সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন। আপাতত ন্যু ক্যাম্প ছেড়ে যাচ্ছেন না, চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত কাতালুনিয়ায় থাকছেন সাবেক বিশ্বকাপজয়ী।
বুধবার বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তের সাথে আলোচনায় বসেছিলেন ৪৪ বর্ষী জাভি। তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং স্পেনের সাবেক মিডফিল্ডার বার্সায় চুক্তির মেয়াদ শেষ করবেন জানিয়েছেন।
বার্সার সহ-সভাপতি রাফা ইয়ুস্তা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, ‘আমাদের কোচ জাভির সাথে সভাপতির আলোচনা হয়েছে, জাভি চুক্তির প্রতি সম্মান দেখিয়েছেন। তিনি বার্সার মানুষ, এমন একজন কোচ যিনি আমাদের প্রকল্প পরিচালনা করতে পারবেন এবং তরুণদের চালিত করতে পারবেন। বিশ্বাস করি তিনি ভালো কাজ করতে পারবেন।’
‘জাভির থেকে যাওযায় আমি খুশি, কারণ তিনি যে প্রকল্পটি আড়াই বছর আগে শুরু করেছিলেন, সেটির ধারাবাহিকতা সবসময় রক্ষা করেছি। দলের পরিবর্তন নিয়ে মিটিংয়ে আমাদের কথা হয়নি। জাভির উৎসাহের ভিত্তিতে আমাদের তাকে সমর্থন করা চালিয়ে নিতে হবে।’
২০২১ সালে প্রধান কোচ হিসেবে বার্সেলোনায় যোগ দেন দলটির সাবেক মিডফিল্ডার জাভি। চার বছরের চুক্তিতে মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। কিন্তু দল খারাপ করায় এবছরের শুরুতে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।








