বার্সেলোনা ছাড়ার পর জাভি হার্নান্দেজ বেশকিছু দিন কোথাও কোচের চেয়ারে নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের অধীনে দল খারাপ করায় এবং হারানো গৌরব ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় কোচ খোঁজা হচ্ছে বলে খবর। টেন হাগের জায়গায় জাভি কোচ হচ্ছেন রেড ডেভিলদের, এমন খবর চাউর হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে।
বার্সেলোনার কিংবদন্তি সাবেক জাভি এখন রেড ডেভিলদের অন্যতম পছন্দ। ৪৪ বর্ষী কোচকে ‘সম্ভাব্য পছন্দ’ হওয়ায় ক্লাবটি টেন হাগের যুগ থেকে বেরিয়ে আসার অপেক্ষায়।
গত কয়েক মাসে স্প্যানিশ কোচের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছে ইউনাইটেড প্রতিনিধিরা। জনসম্মুখে টেন হাগকে সমর্থন করলেও তাদের হাতে থাকা অন্য পছন্দগুলোর দিকে চোখ দিচ্ছে ক্লাবটি।
বার্সেলোনায় জাভি পুরোপুরি সফল হতে না পারলেও অসফল বলা যাবে না। দায়িত্ব নেয়ার পর ভঙ্গুর বার্সেলোনাকে ঠিকঠাক করার পাশাপাশি রিয়াল মাদ্রিদকে টপকে লিগ শিরোপাও জিতেছিলেন।








