এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা প্রথম ম্যাচে মার্শেইকে বার্নাব্যুতে ২-১ ব্যবধানে হারিয়েছে। দুই গোলই করেছেন কাইলিয়ান এমবাপে, দুটিই পেনাল্টিতে। এদিন চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ডাগআউটে হাতেখড়ি হয়েছে নতুন কোচ জাভি আলোনসোর। দল নিয়ে বেশ আশাবাদী তিনি।
প্রথম ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘ম্যাচে আমরা ভালো সুযোগ পেয়েছি। খেলোয়াড়রা উন্নতি করছে। ধারাবাহিকতার অভাব থাকলেও আমরা সঠিক পথে আছি। তিন মাসের মধ্যে আরও উন্নতি হবে।’
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে বেঞ্চে রাখা নিয়েও মুখ খুলেছেন স্পেনিয়ার্ড কোচ জাভি। বলেছেন, ‘চলতি বছরে যতো খেলা আছে তাতে সবাইকেই দরকার। আমাদের ভিনিসিয়াসকে যেমন প্রয়োজন তেমনি রদ্রিগোকেও। এটি গুরুত্বপূর্ণ যে সবাই নিজের গুরুত্ব অনুভব করে।’
প্রথম জয়ের পর টেবিলে রিয়ালের অবস্থান চারে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট টেবিলের ৩৬ দলের সেরা আট দল সরাসরি যাবে শেষ ষোলোতে। টেবিলের ৯ থেকে ২৪এ থাকা দল খেলবে প্লে-অফ রাউন্ড। যেখানে তারা পয়েন্ট টেবিলের অবস্থানের উপর ভিত্তি করে লড়বে একে অপরের বিপক্ষে।
প্রথম রাউন্ডে রিয়ালের বাকি ম্যাচগুলো হবে ম্যানসিটি, লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, অলিম্পিয়াকোস, মোনাকো ও কাইরাত আলমাতির বিপক্ষে।








