এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নগরপ্রতিদ্বন্দ্বী কিংবা এল ক্ল্যাসিকোয় হার মেনে নিতে পারেন না রিয়াল মাদ্রিদের সমর্থকরা, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে বড় হারের পর বেশ সমালোচনার মুখোমুখি হয়েছিলেন কোচ জাভি আলোনসো। ভিয়ারিয়ালের সাথে জয় কিছুটা স্বস্তি এনে দিয়েছে তাকে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া এবং কাইলিয়ান এমবাপের গোলে ভিয়ারিয়ালের সাথে ৩-১এ জয় তুলেছে লস ব্লাঙ্কোস বাহিনী। জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে তারা। ম্যাচ শেষে স্বস্তির কথা জানান জাভি।
বলেছেন, ‘আমাদের খেলাটির জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল। প্রথমার্ধে আমাদের কিছুটা গতির অভাব ছিল। সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হই। জয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখন আমরা আবার এগিয়ে যাচ্ছি।’
‘দলের সবাই খুব ভালো খেলেছে এবং সবার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ভিনিকে যখন হাসতে এবং উপভোগ করতে দেখি, আমার ভালো লাগে। সে হ্যাটট্রিক করার এবং তার পারফরম্যান্সকে পূর্ণতা দেয়ার কাছাকাছি ছিল।’
ম্যাচের প্রথমার্ধে কোন দলই জালের দেখা পায়নি। বিরতির পর ৪৭ মিনিটে ভিনি প্রথম গোল আনেন এবং ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৭৩ মিনিটে জর্জেস মিকাউতাদজে ব্যবধান কমালেও ৮১ মিনিটে এমবাপে সেটি আবারও বাড়িয়ে দেন।







