চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইলন মাস্কের ওপর চাপ সৃষ্টি করতে ‘এক্স’ হ্যাক

সুদানে স্টারলিংক পরিষেবা চালু করার জন্য বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ হ্যাক করেছিল ‘অ্যানোনিমাস সুদান’ নামের একটি হ্যাকিং গ্রুপ। 

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার সকালে সাইটি হ্যাক করে হ্যাকার গ্রুপ। এর ফলে বিশ্বের বেশ কয়েকটি দেশে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল এক্স।

Bkash

হ্যাক করার পর হ্যাকার গ্রুপটি টেলিগ্রামে এক পোস্টে জানায়, ‘আমাদের বার্তা ইলন মাস্কের কাছে পৌঁছে দিন: সুদানে স্টারলিংক চালু করুন’।

হ্যাকিং গ্রুপের এক সদস্য জানান, আক্রমণের লক্ষ্য ছিল সুদানের গৃহযুদ্ধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

Reneta June

এই ঘটনার পর এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানাননি ইলন মাস্ক।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View