নীল জলের কাব্য: সংসারের টানাপোড়েনের মাঝে স্বপ্ন পূরণের গল্প
কেমন হলো আইস্ক্রিনের নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’?
অনেক দিন পর আফরান নিশো-মেহজাবীন চৌধুরীকে একসাথে স্ক্রিনে দেখবো বলে বেশ মুখিয়ে ছিলাম। তাই তো আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়ার হওয়ার সাথে সাথেই দেখে ফেললাম শিহাব শাহীনের ‘নীল জলের কাব্য’। গল্পটা পরিচিত, বলতে গেলে আমাদের আশেপাশের আবার আমার কিংবা আপনার। আর তা যেন দেখানো হয়েছে এই ওয়েব ফিল্মে।
আমরা স্বপ্নের মাঝে বাঁচি। স্বপ্ন আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। আমরা যদি স্বপ্ন না দেখতাম তাহলে আমাদের আকাঙ্খা কিংবা চাহিদা বলতে কিছুই থাকতো না বোধহয়। তাই তো স্বপ্ন যখন বাস্তবে পরিণত হয় তখন যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নিজেকে মনে হয়। শিহাব শাহীনের এই ওয়েব ফিল্মে এমন এক স্বপ্ন এবং এর বাস্তবায়ন সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।
এর মাঝে মধ্যবিত্ত ফ্যামিলির দৈনন্দিন কার্যক্রম প্রকাশ পেয়েছে। স্বপ্নকে একপাশ রেখে টানাপোড়েনের গল্পও দেখানো হয়েছে। সত্যি বলতে আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরীর জন্য চরিত্র দুটি নতুন না। এমন চরিত্রে তাদের দেখা গেছে। তারপরেও তাদের একসাথে এইটাতে ভালো লেগেছে।
শাওন, রিমা চরিত্রে নিশো এবং মেহজাবীন দুজনই ভালো ছিলেন। প্রতিটি সিকুয়েন্সে এক্সপ্রেশনগুলো সুন্দর ছিল তাদের। লুক, কস্টিউম গুলো পারফেক্ট লেগেছে। এজন্য চরিত্রের সাথে ভালো ভাবে কানেক্ট করতে পেরেছি। অন্যান্য যারা ছিলেন ভালোই ছিলেন।

সিনেমাটোগ্রাফি সুন্দর ছিল। বিজিএমও ভালো লেগেছে। তবে চিত্রনাট্য আরও একটু ভালো করা যেত। যেহেতু ওয়েব ফিল্ম তাই রানটাইম একটু বাড়িয়ে চরিত্রের আরও কিছু গভীরতা আনা যেত। কিন্তু পরিচিত গল্প আর স্বপ্ন জয়ের মাঝে যা দেখানো হয়েছে তা খারাপ লাগেনি। সবমিলিয়ে ভালোই ছিল। তাই চাইলে আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্ম থেকে দেখতে পারেন।
লেখক: মুস্তাসিন মাহাদী
বিজ্ঞাপন