নির্বাচনের সময়সূচির সঙ্গে মিল থাকায় ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আগামীকাল (৩০ জানুয়ারি) নির্ধারিত তারিখেই পরীক্ষা আয়োজনের কোনো আইনি বাধা রইল না।
বুধবার (২৮ জানুয়ারি) ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। পরীক্ষার্থী এনামুল হকসহ চারজনের পক্ষে আবেদনটি করেন আইনজীবী নাজমুস সাকিব। রিটে জনপ্রশাসন সচিব, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়।
এর আগে গত ২০ জানুয়ারি একই দাবিতে পরীক্ষার্থীরা পিএসসি চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দেন। ওই আবেদনের কোনো নিষ্পত্তি না হওয়ায় চার পরীক্ষার্থী হাইকোর্টের শরণাপন্ন হন।
রিটে ২০ জানুয়ারি দেওয়া স্মারকলিপি নিষ্পত্তিতে পিএসসির নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—সে বিষয়ে রুল চাওয়া হয়। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর প্রকাশিত সার্কুলার অনুযায়ী ৩০ জানুয়ারি নির্ধারিত পরীক্ষার তারিখ স্থগিতের আবেদন জানানো হয়। একই সঙ্গে পরীক্ষা পিছিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (১২ ফেব্রুয়ারি) শেষে আয়োজনের নির্দেশনাও প্রার্থনা করা হয়।
তবে আদালত আবেদনটি খারিজ করায় নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, ৫০তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছেন। ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসনে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডের পদ রয়েছে ৭১টি।







