পাসপোর্ট সূচকে আরও বেশি শক্তিশালী হয়েছে বাংলাদেশের পাসপোর্ট। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক একটি পরামর্শদাতা প্রতিষ্ঠানের পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ।
দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স নামক যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক এই পরামর্শদাতা প্রতিষ্ঠানের ২০২৪ সালের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭তম। গত বছর অর্থাৎ ২০২৩ সালে এতে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। অর্থাৎ, এই সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ।
সূচকের তথ্যমতে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশ ভ্রমণ করতে পারবেন। প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৮২তম। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৫৮টি দেশ ভ্রমণ করতে পারবেন। পাকিস্তানের অবস্থান ১০০তম। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৩টি দেশে ভ্রমণ করতে পারবেন।
সূচকে সবার প্রথমে রয়েছে সিঙ্গাপুর। এই দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ১৯৫টি দেশ ভ্রমণ করতে পারবেন। এই সূচকে সবার নিচে রয়েছে আফগানিস্তান ১০৩তম।
দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচকে সেরা ১০ পাসপোর্ট
১। সিঙ্গাপুর
২। ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, স্পেন
৩। অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, সাউথ কোরিয়া, সুইডেন
৪। বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য
৫। অস্ট্রেলিয়া, পর্তুগাল
৬। গ্রিস, পোল্যান্ড
৭। কানাডা, হাঙ্গেরি, মাল্টা
৮। যুক্তরাষ্ট্র
৯। এস্তনিয়া, লিথুনিয়া, সংযুক্ত আরব আমিরাত
১০। আইসল্যান্ড, স্লোভাকিয়া, লাটভিয়া, স্লোভানিয়া








