এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রথমবারের মত গড়াতে চলেছে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। ২০২৬ আসরের টিকিট কাটতে এখনও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে দলগুলো। এখন পর্যন্ত জায়গা করে নিয়েছে ৩২ দল। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে তিন দল- কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডান। সবশেষ দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নরওয়ে। আর্লিং হালান্ডরা বিশ্বকাপের মঞ্চে নিজেদের নাম লেখালো ২৮ বছর পর।
বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে এখনও ১৬ দলকে। ইউরোপ অঞ্চল থেকে টিকিট কেটেছে ৫ দল। বাছাই ও প্লে-অফ খেলে আসবে আরও ১১ দল। বাকী দলগুলো আসবে কনকাকাফ অঞ্চলের বাছাই ও প্লে-অফ খেলে।
আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এশিয়া, লাতিন আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চল থেকে ইতিমধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলগুলো।
এপর্যন্ত কোয়ালিফাই করেছে যেসব দল
আয়োজক:
কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র
এশিয়া অঞ্চল:
কাতার, সৌদি আরব, সাউথ কোরিয়া, ইরান, জাপান, জর্ডান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান।
লাতিন আমেরিকা অঞ্চল
ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে ও কলম্বিয়া।
ইউরোপ অঞ্চল
ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও নরওয়ে।
আফ্রিকা অঞ্চল
সাউথ আফ্রিকা, আলজেরিয়া, কেপ ভার্দে, আইভেরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া ও সেনেগাল।
ওশেনিয়া
নিউজিল্যান্ড








