ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে গাজীপুরের হোতাপারায় ইউটা নিটিং ফ্যাক্টরির শ্রমিকেরা বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন।
অন্যদিকে, চাঁদাবাজি বন্ধ ও মামলা দিয়ে পুলিশি হয়রানির প্রতিবাদে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে রাখেন সিএনজি চালকরা।
পুলিশ জানায়, সকালে শ্রমিকরা কারখানায় যোগদান এসে এবারের ঈদের ছুটি বেশি দাবি করে। কিন্তু কর্তৃপক্ষ নিয়মের বাইরে ছুটিয়ে দিতে নারাজ। এর জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকেরা সকাল সাড়ে আটটা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে। পরে শিল্প পুলিশ ও সেনাবাহির হস্তক্ষেপে প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহুরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।







