চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিদ্রোহ থেকে ফিরেই জিতল স্পেনের বিশ্বজয়ীরা

KSRM

উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে দর্শকরা হলেন দারুণ এক মুহূর্তের সাক্ষী। মাঠের লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে স্পেন ও সুইডেনের ফুটবলারা একত্রিত হয়ে ব্যানার সামনে নিয়ে দাঁড়ালেন। ব্যানারে হ্যাশ ট্যাগ দিয়ে স্প্যানিশ ভাষায় লেখা ছিল ‘সে অ্যাকাবো’। যার অর্থ এটাই শেষ। এর নিচে লেখা ছিল ‘আমাদের লড়াইটা বিশ্বব্যাপী’।

সে অ্যাকাবো স্লোগানটির ব্যবহার শুরু করেছিলেন স্পেনের তারকা খেলোয়াড় ও ব্যালন ডি’অর জয়ী অ্যালেক্সিয়া পুতেল্লাস। বিশ্বকাপ জয়ের পর স্পেনের নারী ফুটবলে চুমুকাণ্ডে যে ঝড় বয়ে গেছে, তার প্রেক্ষিতে সবাইকে ঐক্যবদ্ধ হতেই তিনি স্লোগানটির ব্যবহার করেন।

গামলা উল্লেভি স্টেডিয়ামে শুক্রবার রাতের ম্যাচে স্বাগতিক সুইডেনকে ৩-২ গোলে হারিয়েছে বিশ্বকাপজয়ী স্পেন। মাঠ ও মাঠের বাইরের একের পর এক ঘটনায় ঝড় বয়ে যাওয়া স্পেনের মেয়েরা দিয়েছে তাদের মানসিক দৃঢ়তার প্রমাণ।

মেয়েদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রাক্তন সভাপতি লুইস রুবিয়ালেস পুরস্কার বিতরণীর সময় ফুটবলার জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দেন। পরে এ ঘটনায় রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। চাপের মুখে তিনি পদত্যাগে বাধ্য হন।

স্পেনের ফুটবলাররা এতেই সন্তুষ্ট ছিলেন না। ফেডারেশনে তারা চাইছিলেন আমূল পরিবর্তন। এমনটি না হলে তারা মাঠে না ফেরার ঘোষণা দেন। শুরু হয় বিদ্রোহ। ফুটবলার এবং ফেডারেশনের মধ্যে মধ্যস্থতার জন্য পদক্ষেপ নিতে বাধ্য হয় স্পেনের সরকার। দুই ফুটবলার বাদে বাকিরা দলের সঙ্গে যোগ দেয়।

নতুন কোচ হিসেবে মন্টসে টোমে চলতি সপ্তাহে উয়েফা নেশনস লিগের খেলাগুলোর জন্য বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ খেলোয়াড়দের স্কোয়াডে ডেকেছিলেন। আসরটি ২০২৪ প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে ইউরোপের বাছাইপর্ব হিসেবেও গণ্য হবে।

ম্যাচ শেষে টোমে বলেন, আমি খেলোয়াড়দের বলেছিলাম এতা এমন এক যা তাদের পেশাটিকে মর্যাদাপূর্ণ করেছে। মেয়েরা অনেক উপভোগ করছে এবং আমি আনন্দিত বোধ করেছি। জটিল একটা সপ্তাহে পার হয়েছে। কিন্তু অনুভব করেছি, আমরা শক্তি ব্যবহার এবং ফুটবলে মনোযোগ রাখতে পারি।

এদিকে, চুমু কাণ্ডে রুবিয়ালেসে বিরুদ্ধে চলা তদন্দের বিচারক সাক্ষী হিসেবে জাতীয় দলের তিন খেলোয়াড়কে তলব করেছেন। নাম প্রকাশ না করা খেলোয়াড়রা আগামী সপ্তাহে সাক্ষ্য দেবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View