এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু। এরপর টানা পাঁচ ম্যাচে হার, যদিও তিনটি ম্যাচে জয়ের কাছাকাছি ছিল লাল-সবুজের দল। তবে শেষ অবধি পরাজয় মেনে নিতে হয়েছে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা আগেই বেজেছিল। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটা ছিল কেবল আনুষ্ঠানিকতা। নাভি মুম্বাইতে বৃষ্টিতে ভেস্তে গেছে ম্যাচ। তাতে ১ পয়েন্ট পেয়েছে নিগার সুলতানা জ্যোতির। সবমিলিয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ নারী দল।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হয় ঠিকঠাক সময়ে। টসে জিতে বাংলাদেশকে ব্যাটে আমন্ত্রণ জানায় ভারত। তবে খেলা শুরুর আগেই বৃষ্টি নামে। লম্বা সময় বৃষ্টি থাকার পর ওভার কমিয়ে ৪৩ ওভারে আনা হয়। দ্বিতীয় দফা বৃষ্টির পর ওভার কমিয়ে আনা হয় ২৭ ওভারে। তৃতীয় দফা বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ।
বাংলাদেশ ব্যাটে নেমে ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রান করে। জবাবে নেমে খেলা পরিত্যক্ত হওয়ার আগে ৮.৪ ওভার খেলার সুযোগ পায় ভারত। কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তোলে তারা। ম্যাচ ভেস্তে যাওয়ায় ৭ পয়েন্ট নিয়ে সেমিতে লড়বে ভারত।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন শারমিন আক্তার সুপ্তা। ৫৩ বলে ৩৬ রান করেন তিনি। ২১ বলে ২৬ রান করেন সোবহানা মোস্তারি। ৩২ বলে ১৩ রান করেন রুবাইয়া হায়দার ঝিলিক।
ভারতের হয়ে রাধা যাদব ৩ উইকেট নেন। শ্রী চরণি নেন ২ উইকেট।
জবাবে নেমে ভারতকে ভালো শুরু এনে দেন স্মৃতি মান্দানা ও আমাজোত কৌর। ৮.৪ ওভারে ৫৭ রানে বৃষ্টিতে থামে তাদের যাত্রা। পরে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। ২৭ বলে ৩৪ রান করেন স্মৃতি, আমানজোত ২৫ বলে ১৫ রান করেন।







