এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের আইপিএলের চলতি মৌসুমে প্রতিটি ম্যাচে দর্শকদের উৎসাহ চোখে পড়ার মতো। ভরা গ্যালারির সেই চেনা ছবির মাঝে ব্যতিক্রম ঘটতে চলেছে। আসন্ন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে একেবারে দর্শক উপস্থিতি ছাড়া।
১৫ জানুয়ারি বৃহন্মুম্বই পৌরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে এই সিদ্ধান্ত। ১৪ তারিখ ইউপি ওয়ারিয়র্স ও দিল্লি ক্যাপিটালস এবং ১৫ তারিখ মুম্বাই ইন্ডিয়ান্স ও ইউপি ওয়ারিয়র্সের ম্যাচ রয়েছে। ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারবেন না কোন দর্শক।
পুলিশ সূত্রে খবর, নির্বাচনের কারণে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী স্টেডিয়ামে মোতায়েন করা সম্ভব নয়। বিষয়টি বিসিসিআইকে জানানো হলে বোর্ড নিরাপত্তার কথা ভেবে দর্শকশূন্য ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়।
এদিকে ১৬ জানুয়ারি ভোট গণনা। সেই কারণে ১৪, ১৫ ও ১৬ জানুয়ারির ম্যাচের টিকিট বিক্রি আপাতত বন্ধ রাখা হয়েছে। ১৬ তারিখের ম্যাচও দর্শকশূন্য হবে কিনা, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ১৭ জানুয়ারির ম্যাচের টিকিট ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গেছে।









