মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হতে দিল না বৃষ্টি। ৯.৫ ওভার খেলা হওয়ার পর পয়েন্ট ভাগাভাগি করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ।
লিগের শীর্ষ দুই দলই সমান ১৩ পয়েন্ট নিয়ে নেমেছিল লড়াইয়ে। সালমা-রুমানাদের সঙ্গে ফারজানা-নিগারদের লড়াই থেমে যায় খেলা শুরুর প্রথম ঘণ্টাতেই।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯.৫ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ১৮ রান তোলে রুপালির মেয়েরা।
সাথি বর্মণকে আউট করে সালমা খাতুন। করেন ১২ বলে ৯ রান। মেঘলা সকালে উইকেট ধরে রাখে দলটি। সানজিদা ইসলাম ২৪ বলে ২ ও ফারজানা হক পিংকি ২৩ বলে ৪ রানে অপরাজিত থাকেন।
অন্য মাঠের দুটি ম্যাচও পরিত্যক্ত হয়েছে খেলা কিছুটা হওয়ার পর। চার নম্বর মাঠে আবাহনী লিমিটেড ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খেলাঘর সমাজ কল্যাণ সমিতি পয়েন্ট ভাগাভাগি করেছে।
বৃষ্টির কল্যাণে ডিপিএলে প্রথম পয়েন্ট পেয়েছে মিরপুর প্রমীলা ক্রিকেট ক্লাব। আগের সাত ম্যাচে যাচ্ছেতাই খেলা দলটি অষ্টম ম্যাচেও বাজে পারফরম্যান্সের নজির রাখতে যাচ্ছিল শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির বিপক্ষে।
বিকেএসপির এক নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ ওভারে ১২ রানে চার উইকেট হারায় মিরপুরের ক্লাবটি। তাদের বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি।








